ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

কারা খেলবেন কোন দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
কারা খেলবেন কোন দলে ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে বহুল আলোচিত টি-টেন লিগের পর্দা উঠবে। ১৪-১৭ ডিসেম্বর চারদিন ব্যাপী এ জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শারজায় ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। দুবাইয়ে টুর্নামেন্টের নিলামের পর জানা যায় কারা খেলবেন কোন দলে।

বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, তামিম আর মোস্তাফিজ এই টুর্নামেন্টে খেলবেন। আরও বাংলাদেশি খেলতে পারেন আসন্ন এই টুর্নামেন্টে।

আসরের দলগুলো হচ্ছে টিম শ্রীলঙ্কা ক্রিকেট, বেঙ্গল টাইগার্স, কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুনস। ১০০ ক্রিকেটারের অংশগ্রহণে ছয় দলে বিভাজনের মাধ্যমে পরিচালিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেরালা কিংস। এই দলের কোচের ভূমিকায় থাকবেন কিংবদন্তি ব্রায়ান লারা। আর মোস্তাফিজুর রহমানকে বেঙ্গল টাইগার্স দলে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশের সেরা ওপেনার ও সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালকে পাখতুন দল তাদের স্কোয়াডে ভিড়িয়েছে।

প্রতিটি দশ ১০ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে। সময় থাকবে প্রায় ৪৫ মিনিট। ফুটবলের মতো ৯০ মিনিটেই শেষ হবে খেলা।

৬ দলের তারকা ক্রিকেটার:
কেরালা কিংস: ওয়েইন মরগান (আইকন), সাকিব আল হাসান, কাইরান পোলার্ড, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির, রোহান মুস্তাফা, ইমরান হায়দার।

পাখতুনস: শহীদ আফ্রিদি (আইকন), তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার।

বেঙ্গল টাইগার্স: সরফরাজ আহমেদ (আইকন), মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন, ড্যারেন স্যামি, রুম্মন রইস, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ নাভিদ, রমিজ শাহজাদ।

মারাঠা অ্যারাবিয়ান্স: বিরেন্দর শেবাগ (আইকন), কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, মোহাম্মদ সামি, লেন্ডল সিমন্স, শাইমান আনোয়ার, জহুর খান।

পাঞ্জাবি লিজেন্ডস: শোয়েব মালিক (আইকন), মিসবাহ-উল-হক, কার্লোস ব্র্যাথওয়েট, হাসান আলি, উমর আকমল, ক্রিস জর্ডান, লুক রনকি, আদিল রশিদ, গুলাম সাব্বির, শরীফ আসাদুল্লাহ।

টিম শ্রীলঙ্কা ক্রিকেট: দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাবিরা, কিথুরয়ান ভিথানাগে, শিহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, সাচিত্রা সেনানায়েকে, জেফরি ভ্যান্ডারসে।

** টি-টেনে সাকিব-তামিম-মোস্তাফিজ

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।