পার্থে নেট প্র্যাকটিসে হাঁটুর ইনজুরি আক্রান্ত হন ফিন। অপারেশন করার প্রয়োজন হবে কিনা সেজন্য দেশে ফিরে তাকে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
পেসার ফিনের অভাব পূরণে নির্বাচকদের চোখে এগিয়ে থাকবেন ৩২ বছর বয়সী প্লাঙ্কেট। গত এক বছরে ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফর্ম ও অভিজ্ঞতায় ফেভারিট হলেও এ বছর মাত্র দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। বিপিএলে দুই ম্যাচে নিয়েছেন তিনটি উইকেট।
অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে (ব্রিসবেনে ২৩ নভেম্বর শুরু) খেলার দৌড়ে মিডলসেক্স পেসার প্লাঙ্কেটের সামনে বড় চ্যালেঞ্জ মার্ক উড। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় লায়ন্সের ট্রেনিং ক্যাম্পে যাচ্ছেন তিনি। কিন্তু তার ফিটনেস নিয়ে সিলেক্টররা দ্বিতীয়বার ভাবতে পারেন।
এছাড়াও তালিকায় আছেন গত জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সারের স্যাম কুরান, মিডলসেক্স তরুণ টম হেলম ও এসেক্সের জেমি পোর্টার। গত মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৭৫ উইকেট নেওয়া পোর্টার শক্ত প্রতিদ্বন্দ্বী হলেও বর্তমানে তিনি ইনজুরি আক্রান্ত।
বিতর্কের জন্ম দেওয়া তারকা অলরাউন্ডার বেন স্টোকসের খেলার সম্ভাবনা আছে কি? প্রথমে ঘোষিত স্কোয়াডে ছিলেন না ফিন। ব্রিস্টলের ঘটনার জেরে স্টোকসের জায়গায় সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে, স্টোকসকে এখনো কোনো শাস্তি দেওয়া হয়নি। চলমান পুলিশি তদন্তের পর থাকছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিসিপ্লিনারি প্রক্রিয়া। এসব কিছু শেষ না হওয়া পর্যন্ত দলের সঙ্গে ট্যুরে যোগ দিতে পারবেন না স্টোকস। তাই ফিনের জায়গায় ডাক পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০১৭
এমআরএম