নতুনদের জায়গা করে দিতে ৩৬ বছর বয়সী ধোনির টি-২০ থেকে অবসর নেওয়া উচিৎ। সম্প্রতি এমন মন্তব্য করেন ভিভিএস লক্ষণ ও অজিত আগারকার।
নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফ্ল্যাট উইকেটে ১৯৭ রান চেজ করতে পারেনি স্বাগতিকরা। ৬ নম্বরে নেমে ৩৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ধোনি। কোহলি করেন ৪২ বলে ৬৫। স্ট্রাইক রেটে পিছিয়ে থাকেন ধোনি। ৪০ রানের জয়ে সমতায় ফেরে কিউইরা।
বৃষ্টিবিঘ্নিত সিরিজ নির্ধারণী ৮ ওভারের রোমাঞ্চকর ম্যাচে ৬ রানের জয়ে ট্রফি জিতে নেয় কোহলির দল। শেষ ওভারে নেমে কোনো বল খেলতে হয়নি ধোনির। প্রথম ম্যাচে ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
ধোনির স্ট্রাইক রেট ও আগের মতো ঝড়ো ব্যাটিংয়ে অক্ষমতার প্রশ্ন ওঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর টি-২০ টিমে ধোনির গুরুত্ব, বয়সের তুলনায় ফিটনেসের দিকে জোর দিয়েছেন কোহলি।
ধোনিকে টার্গেট করায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন কোহলি, ‘প্রথমত, আমি বুঝতে পারছি না কেন মানুষ শুধু তাকেই টার্গেট করছে। যদি আমি তিনবার ব্যর্থ হয়, কেউ আমার দিকে আঙুল তোলে না কারণ আমার বয়স ৩৫ এর বেশি নয়। এই মানুষটি (ধোনি) ফিট, সকল ফিটনেস টেস্ট অতিক্রম করেছে। তিনি সম্ভাব্য সব উপায়ে টিমে অবদান রাখছেন, কৌশলগতভাবে মাঠে, ব্যাট হাতে। যদি শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকান, তিনি আসলেই ভালো খেলেছেন এবং এই সিরিজে (নিউজিল্যান্ড) ব্যাটিং করার পর্যাপ্ত সময় পাননি। ’
টেস্ট ছাড়ার পর শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেট খেলে যাচ্ছেন ৩৬ বছর বয়সী ধোনি। দুই ফরমেটেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলির কাছে। তিনশ’র বেশি ওয়ানডে খেলা ধোনি এখন পর্যন্ত ৮৩টি টি-টোয়েন্টিতে ৩৫.৫৮ গড়ে ১২৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৪১।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ৮ নভেম্বর, ২০১৭
এমআরএম