বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সাকিব জানান, ‘প্রথমে পাঁচজন বিদেশি খেলানো নিয়ে আমি ইতিবাচক ছিলাম। এখন দেখছি, এজন্য আমাদের স্থানীয় খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না।
বিপিএলের পরই বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের মাটিতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। এবারের বিপিএলে লঙ্কান ক্রিকেটারদের আধিক্য থাকায় সাকিব কিছুটা চিন্তিত।
সাকিব আরও জানান, ‘এবারের আসরে লঙ্কান ক্রিকেটাররা ভালো করছে, যার প্রভাব লঙ্কানদের বিপক্ষে আগামী হোম সিরিজে পড়তে পারে বলে মনে করছি। সিরিজের আগে এক প্রকার অনুশীলনই করে নিচ্ছে লঙ্কানরা। কন্ডিশন এবং উইকেট সম্পর্কে তারা ভালো ধারনা পাচ্ছে। এখানে খেলে সিরিজের আগে তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আর আমাদের দেশি ক্রিকেটাররা তাদের জন্য খেলার সুযোগ পাচ্ছে না। হোম সিরিজে এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৭
এমআরপি