ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইন-আফ্রিদিদের তোপে অসহায় সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নারাইন-আফ্রিদিদের তোপে অসহায় সিলেট ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্ব শেষে ঢাকায় শুরু হয়েছে চার-ছক্কার আসরটি। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং নাসির হোসেনের সিলেট সিক্সার্স। পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি আর সুনীল নারাইনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সিলেট।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটসের দলপতি সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার বোলারদের তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তোলে সিলেট।

শেষ জুটিতে আবুল হাসান-তাইজুল অবিচ্ছিন্ন থাকেন ৪৮ রান তুলে।

ব্যাটিংয়ে নেমে সিলেটের চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। দলীয় ৪৯ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে। ওপেনার দানুসকা গুনাথিলাকা ৯ বলে তিনটি বাউন্ডারিতে করেন ১৫ রান। দলপতি নাসির হোসেন করেন ১০ রান। এছাড়া, উপুল থারাঙ্গা ১, সাব্বির রহমান ১, রস হোয়াইটলি ৬, হাসারাঙ্গা ৮ রানে বিদায় নেন। বিপাকে পড়া সিলেটকে টেনে নিতে পারেননি ব্রেসনান (২)। দলীয় ৫১ রানের মাথায় সপ্তম উইকেট হারায় সিলেট। স্কোরবোর্ডে ১ রান জমা হতেই বিদায় নেন নুরুল হাসান সোহান (৮)। ইনিংসের ১২তম ওভারে আফ্রিদি ফিরিয়ে দেন ব্রেসনান-সোহানকে।

১৩তম ওভারে নারাইন ফিরিয়ে দেন নবম ব্যাটসম্যান হিসেবে আসা মোহাম্মদ শরীফকে (০)। দলীয় ৫৩ রানের মাথায় ৯ উইকেট হারানো সিলেট যখন লজ্জার সামনে দাঁড়িয়ে তখন দলের হাল ধরেন আবুল হাসান এবং তাইজুল ইসলাম। তারা স্কোরবোর্ডে আরও ৪৮ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। আবুল হাসান ২৬ বলে তিনটি চার আর একটি ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন। তাইজুল ২০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার আবু হায়দার রনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি, সুনীল নারাইন ৪ ওভারে ১০ রান দিয়ে ৩টি, শহীদ আফ্রিদি ৪ ওভারে ১২ রান দিয়ে ৪টি, সাকিব ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি। ক্যামেরন ডেলপোর্ট ১ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ শহীদ ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মোসাদ্দেক ১ ওভারে ৭ রান দিয়ে কোনো উইকেট লাভ করেননি। ইনিংসের শেষ ওভার করা খালেদ আহমেদ ৭ রান খরচ করেন।

বর্তমান চ্যাম্পিয়নদের লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার জায়গায় খেলেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি। এদিকে, সিলেটের আন্দ্রে ফ্লেচার আর ক্রিসমার সান্তোকির জায়গায় খেলেন টিম ব্রেসনান-ওয়ানিনদু হাসারাঙ্গা।

এবারের আসরে টানা তিন জয়ের পর সবশেষ ম্যাচে হারের স্বাদ নেয় নাসির-সাব্বিরদের সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা সিলেটের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হার মানে। তবে, দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ডায়নামাইটস। ২০০ প্লাস স্কোর গড়ে খুলনা টাইটান্সকে হারায় ৬৫ রানের ব্যবধানে। আর, টানা তিন ম্যাচে জয়ের পর সবশেষ ম্যাচে খুলনার কাছে ৬ উইকেটে হেরে যায় সিলেট সিক্সার্স।

শনিবার (১১ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় রাজশাহী কিংস। রংপুরকে ৮ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের মুখ দেখে কিংসরা। ড্যারেন স্যামির অনুপস্থিতিতে রাজশাহীকে নেতৃত্ব দেন আইকন মুশফিকুর রহিম। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৪ রান। জবাবে, ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রাজশাহী।

সিলেট সিক্সার্স: উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), রস হোয়াইটলি, নুরুল হাসান, টিম ব্রেসনান, আবুল হাসান, তাইজুল ইসলাম, হাসারাঙ্গা, মোহাম্মদ শরীফ।

ঢাকা ডায়নামাইটস: এভিন লুইস, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম, আবু হায়দার, খালেদ আহমেদ, মোহাম্মদ শহীদ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।