ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আগামী মার্চে পাকিস্তান সফরে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আগামী মার্চে পাকিস্তান সফরে ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

আগামী বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ ব্যাপারে পাকিস্তানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। মূলত চলতি নভেম্বরেই এই সফরটি হওয়ার কথা ছিলো। তবে বিভিন্ন কারণে এটি স্থগিত হয়ে যায়।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি এই সিরিজের সূচি চূড়ান্ত করেন। যেখানে ২৯ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-২০ অনুষ্ঠিত হবে।

এর আগে পিসিবির একটি সূত্র জানিয়েছিলো, লাহোরে ঘন কুয়াশার কারণে সিরিজটি স্থগিত হয়েছে। তবে পরের দিনই আরেক সূত্র জানায়, ক্যারিবীয়দের সিনিয়র ক্রিকেটাররা নিরাপত্তা শঙ্কায় এই সিরিজটি করতে চাইছে না। তবে এখন নাকি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও তাদের ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন সম্মতি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।