রোববার (১২ নভেম্বর) বিকেএসপির ১ নং ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৯.৫ ওভারে ৬৯ রান করে অলআউট হয় বিকেএসপি।
জবাবে নেপাল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
নেপালের জৈতি পন্ডের অপরাজিত ৩৪ রান ও নারায়ন থাপার ১৫ রান জয়ে মুখ্য ভূমিকা রাখে। খেলা শেষে নেপালের নারায়ন থাপাকে ব্যাটিং ও বোলিং এ বিশেষ ভূমিকা রাখায় প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বিকেএসপির চিফ কোচ মাসুদ হাসান।
সোমবার (১৩ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নেপাল দলটি বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে যোগ্যতা নির্ধারণীর প্রস্তুতি নিতে বাংলাদেশে এসেছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এমআরপি