ঢাকায় তার বোলিং ঝলকে দর্শক গ্যালারিতে উন্মাদনার সৃষ্টি করলেও সিলেটে সেটা না পারার কারণ হিসেবে মজার তথ্যই দিলেন রাহি। নিজ শহরে বিপিএল হচ্ছে তাই টিকেটের জন্য নাকি আত্মীয়-পরিজন অনেকেই চাপ দিচ্ছিলো।
‘ঘরের একটু চাপ ছিল। তার উপর টিকেটের জন্য অনেক বেশি চাপ ছিল। আউট অব ক্রিকেট ছিলাম। হয়তো বা এর জন্য। ’
রোববার (১২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য দিলেন এই খুলনা টাইটান্স পেসার।
এসময় চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে নিজের এমন সফলতার গল্প শোনাতে গিয়ে রাহি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল জায়গায় বোলিং করা। আর যদি সুইং করে তবে সুইং করানো। একটা জায়গায় বোলিং করাই ছিল মূল উদ্দেশ্য। আমরা পরিকল্পনা অনুযায়ী করতে পেরেছি তাই সাফল্য পেয়েছি। ’
তবে ৪ ওভারে দেয়া ৩৫ রানকে ব্যয়বহুল বলতে মোটেও কার্পণ্য করলেন না তিনি, ‘আমার কাছে মনে হয়েছে একটু ব্যয়বহুল। তবে ঠিক আছে চারটা ভালো উইকেট। একটু ব্যয়বহুল ম্যাচ জিতেছি ভালো লাগছে। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরএম