ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হিসেব পাল্টে দিতে ম্যাককালামের সঙ্গেই আসছেন গেইল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
হিসেব পাল্টে দিতে ম্যাককালামের সঙ্গেই আসছেন গেইল ছবি: সংগৃহীত

কাগজে-কলমে শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। কিন্তু, প্রথম ম্যাচ জয়ের পর পরের দুই ম্যাচে বাজে হার চিন্তার ভাঁজ ফেলেছে রংপুর রাইডার্স শিবিরে। ফ্রাঞ্চাইজির বিশ্বাস ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম দলে যোগ দিলেই হিসেব পাল্টে যাবে। আর এমন চিন্তা থেকেই দ্রুত উড়িয়ে আনা হচ্ছে গেইল-ম্যাককালামকে।

বিপিএলের নিয়মিত মুখ গেইল। তবে, ম্যাককালাম প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন।

ক্রিকেটের জমজমাট আসরে গেইল-ম্যাককালাম একসঙ্গে জুটি বেঁধেছেন আইপিএলের একটি মাত্র মৌসুমে। রংপুর রাইডার্স আবারও একই সুতোয় গেঁথেছে তাদের।  

শুধু গেইল আর ম্যাককালাম না শ্রীলঙ্কার কুশল পেরেরাকেও দ্রুত উড়িয়ে আনছে রংপুর। ফ্রাঞ্চাইজির একাধিক সূত্র থেকে বিষয়টি জানা যায়।

এরই মধ্যে তিন ম্যাচের দুটিতে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ওপেনিং জুটিতেই ভুগছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে জনসন চার্লস-অ্যাডাম লিথ ওপেনিংয়ে তুলেছিলেন ১ রান। দ্বিতীয় ম্যাচে জনসন চার্লস-জিয়াউর রহমান তুলেছিলেন ২ রান। আর সবশেষ ম্যাচে (তৃতীয় ম্যাচ) জনসন চার্লস-অ্যাডাম লিথ তুলেছিলেন ৩ রান। তবে, গেইল-ম্যাককালাম-পেরেরা যোগ দিলে নিঃসন্দেহে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হবে রংপুর।

চতুর্থ ম্যাচের আগেই দলটির ফ্রাঞ্চাইজি এই বিদেশি তিন তারকাকে নিয়ে আসছে। রংপুরের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ১৬ নভেম্বর ঢাকায় আসবেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব গেইল। একই দিন নিউজিল্যান্ডের সাবেক দলপতি টি-টোয়েন্টির ফেরীওয়ালা ম্যাককালাম রংপুরের শিবিরে যোগ দেবেন। ম্যাককালাম ১৬ নভেম্বর ঢাকায় আসবেন তা আগেই জানিয়েছিল রংপুর রাইডার্স। ফ্রাঞ্চাইজিটি নতুন করে জানাল, ম্যাককালামের সাথেই ১৬ নভেম্বর ঢাকায় পা রাখবেন গেইল। আরও পরে যোগ দেওয়ার কথা থাকলেও ওপেনিং জুটির সমস্যা সমাধান করতে আগেই গেইলকে নিয়ে আসছে মাশরাফির দল।

সবকিছু ঠিক থাকলে ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুরের জার্সিতে ওপেনিংয়ে দেখা যাবে এ দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে। এছাড়া মঙ্গলবার রংপুর শিবিরে যোগ দেবেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুশল পেরেরা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।