ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলমান বিপিএলের ১৪তম ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংস। ইনজুরি কাটিয়ে এই ম্যাচের মধ্যদিয়ে বিপিএলের পঞ্চম আসরে প্রথমবারের মতো মাঠে নামলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার দলপতি মোহাম্মদ নবী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে নামে দুই দল।
এর আগে তিনটি করে ম্যাচ খেলেছে ভাইকিংস-ভিক্টোরিয়ান্স।
তামিম ইকবালকে ছাড়া তিন ম্যাচের দুটিতে জিতেছে কুমিল্লা, হেরেছে এক ম্যাচে। আর তিন ম্যাচের একটিতে জিতেছে মিসবাহ-সৌম্য-তাসকিনদের চিটাগং, হেরেছে দুটি ম্যাচে।
দিনের প্রথম ম্যাচে এক বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিব-আফ্রিদি-পোলার্ড-নারাইনদের ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে দ্বিতীয়বার মুখোমুখি হয় সাকিবের ঢাকা ডায়নামাইটস ও মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স। দুই দলের দুই ক্যারিবীয়ান কার্লোস ব্রাথওয়েইট এবং কাইরন পোলার্ড ব্যাট হাতে মিরপুরে ঝড় তুলেছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।