রোববার (৩ ডিসেম্বর) খুলনা টাইটান্সের বিপক্ষে তার ব্যাটে অবশেষে সেই কাঙ্খিত ফিফটি ধরা দিয়েছে। তবে শুধু ৫০ রানই এদিন মিথুনের ব্যাটিংয়ের উল্লেখযোগ্য অংশ ছিলো না।
‘আমি টুর্নামেন্টের শুরু থেকেই কিন্তু ভালো ব্যাটিং করছিলাম এবং প্রতিটি ম্যাচই আমার ভালো যাচ্ছিলো। নিজের মধ্যে একটা ব্যাপার কাজ করছিলো যে আমাকে শেষ করতে হবে। ২৫, ৩০ করে আউট হয়ে যাই এটা খুব একটা ধরা হয় না। ওখান থেকে চেষ্টা করেছি। অবশ্য প্রতিটি ম্যাচেই চেষ্টা ছিলো। অবশেষে আজকে সফল হলাম। ’
রোববার (৩ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিথুন এসব বলেন।
শুধু নিজের ৫০ রানেই তার স্বস্তির মূল কারণ নয়। স্বস্তি মিলেছে জয়েও। কেননা রিয়াদদের বিপক্ষে ১৯ রানের জয়ে তারা উঠে গেছেন টুর্নামেন্টের শেষ চারে।
তিনি বলেন, `আমরা প্রথম থেকেই আসলে দল হিসেবে খেলেছি। বিদেশিদের উপর নির্ভর করে খেলিনি। আমাদের প্রতিটি খেলোয়াড়ই সমান অবদান রেখেছে। ’
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৭
এইচএল/আরবি/