ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াড ছবি:সংগৃহীত

মুম্বাইয়ের তরুণ পৃথিবী শাওকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ।

১৫ সদস্যের এই দলে কোচ হিসেবে আছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়।

এর আগে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত।

আর এবার গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া।  

১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাউরাঙ্গার বে ওভালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।

স্কোয়াড: পৃথিবী শাও (অধিনায়ক), শুভমান গিল, হিমাংসু রানা, অভিষেক শর্মা, কমলেশ নগরকোটী, ইসান পোরেল, শিবম মাভি, রাইয়ান প্যারাগ, আরায়ান জুয়েল, হারভিক দেসাই, আরশাদীপ সিং, শিভা সিং, পঙ্কজ যাদব, অনুকুল রায়, মানজোট কালরা।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।