টাইগারদের হেড কোচ হিসেবে পাইবাসের পরীক্ষা দিতে আসার খবর মঙ্গলবারই সংবাদ মাধ্যমকে জানিযেছেন বিসিবির মিডিয়া কমিটির চেযারম্যান মোহাম্মদ জালাল ইউনু্স, ‘হেড কোচের জন্য খোঁজাখুঁজি শুরু করেছি। শর্ট লিস্টেড কোচ আছেন তারা এসে ইন্টারভিউ দিয়ে যাক।
নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হাইপ্রোফাইল কোচ পাওয়া কঠিন। আরও দুই একজন আছে প্রোফাইল খুব ভালো। এ রকম কোচ চাচ্ছি চ্যালেঞ্জ নেবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এর মানে এই নয় এখনই কোচ হতে যাচ্ছে। তাদের টার্মস কন্ডিশন আছে কতটুকু সময় দেবে স্থায়ীভাবে থাকতে পারবে কিনা অনেক ব্যাপার আছে হেড কোচ হওয়ার জন্য। ’
লাল-সবুজের ক্রিকেটের হেড কোচ হিসেবে পাইবাস এর আগে ২০১২ সালের মে মাসে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে বিসিবি’র সঙ্গে সম্পর্কের টানপোড়েনে লম্বা সময় থাকতে পারেননি।
সর্বশেষ কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করলে বাংলাদেশের প্রধান কোচের জায়গাটি শূণ্য হয়ে পড়ে। এরপর কোচ নিয়োগের ব্যাপারে বিসিবি তৎপর হয়। এরই ধারাবাহিকতায় পরীক্ষা দিতে আসছেন পাইবাস।
বাংলাদেশ সময: ১৪৫০ ঘণ্টা, ৫ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস