মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেই পাইবাস চলে আসেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। উপভোগ করেন বিপিএলে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিসিবি’র সঙ্গে আলোচনায় বসবেন তিনি। আলোচনা ফলপ্রসূ হলে তিনিই হতে পারেন চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি।
ইংলিশ বংশোদ্ভূত আফ্রিকান কোচ রিচার্ড পাইবাস ছাড়াও বিসিবি’র সংক্ষিপ্ত তালিকায় আছেন; অস্ট্রেলিয়ার জিওফ মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।
পাইবাস আগেও একবার বাংলাদেশে কাজ করে গেছেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছিলেন। কিন্তু, বিসিবির সঙ্গে তিক্ততায় দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারেননি। মাত্র সাড়ে চার মাসের মধ্যেই বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে যায় তার।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম