ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেকেই ম্যাচ সেরা ১৬ বছরের মুজিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
অভিষেকেই ম্যাচ সেরা ১৬ বছরের মুজিব ছবি: সংগৃহীত

রশিদ খানের পর আরেক ‘স্পিন বিস্ময়’ পেল আফগানিস্তান। দু’জনই সম্প্রতি একই টিমের (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) হয়ে বিপিএল খেলে গেছেন। সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে অান্তর্জাতিক অভিষেকেই বাজিমাত করলেন ১৬ বছরের মুজিব জাদরান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১০০ রানে (৩১.৪ ওভার) গুটিয়ে দিয়ে ১৩৮ রানের দাপুটে জয় পেয়েছে আফগানরা। ১০ ওভারে ২৪ রান খরচায় একাই চারটি উইকেট দখল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অফস্পিনার মুজিব।

তিন উইকেট নেন বয়সে তিন বছরের বড় লেগস্পিনার রশিদ খান।

ছবি: সংগৃহীতএর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ ক্যাপ্টেন উইলিয়াম পোর্টারফিল্ড। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২৩৮ রান তোলে আফগান শিবির। অর্ধশতক হাঁকান রহমত শাহ (৫০) ও নাসির জামাল (৫৩)। অাট নম্বরে নেমে ৪৮ রান করেন রশিদ।

একই গ্রাউন্ডে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওডিআই।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।