ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ রক্ষা হলো না ইংলিশদের, ২-০ তে লিড অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
শেষ রক্ষা হলো না ইংলিশদের, ২-০ তে লিড অজিদের ছবি: সংগৃহীত

অ্যাশেজ ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে পঞ্চম দিনে ৫৭ রানে শেষ ছয় উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। ৩৫৪ রানের টার্গেটে তাদের ইনিংস থামে ২৩৩-এ।

স্কোর: অস্ট্রেলিয়া – ৪৪২/৮ ডিক্লে. ও ১৩৮।
ইংল্যান্ড – ২২৭ ও ২৩৩ (৮৪.২ ওভার)

স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে ১২০ রানে হার মানে জো রুটের দল।

ব্রিসবেনে ১০ উইকেটের লজ্জার পর সমতায় ফিরতে লড়াই করেও শেষ রক্ষা হলো না ইংলিশদের। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অজিরা। পার্থে ১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট।

ছবি: সংগৃহীতআগের দিনের করা চার উইকেটে ১৭৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই (৬৩তম) ক্রিস উকসের (৫) বিদায়ে ব্যাকফুটে ইংলিশ শিবির। ১ রান যোগ হতেই ভরসার প্রতীক অধিনায়ক রুটকেও (৬৭) সাজঘরে পাঠিয়ে জোড়া আঘাত হানেন জস হ্যাজলউড। দু’জনই টিম পেইনের গ্লাভসবন্দি হন।

মঈন আলীকে (২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন অফস্পিনার নাথান লায়ন। টেস্ট অভিষিক্ত ক্রেইগ ওভারটন (৭), স্টুয়ার্ট ব্রড (৮) ও জনি বেয়ারস্টোকে (৩৬) বোল্ড করে ম্যাচের সমাপ্তি টানেন মিচেল স্টার্ক। পূর্ণ করেন পাঁচ উইকেট।

ছবি: সংগৃহীতএর আগে অ্যান্ডারসন-উকসের বোলিং নৈপুণ্যে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় স্মিথ-ওয়ার্নারদের দ্বিতীয় ইনিংস। ম্যাচে ফেরে ইংল্যান্ড। একাই পাঁচ উইকেট দখল করেন জেমস অ্যান্ডারসন। ক্রিস উকস নেন চারটি।

ব্যাটিংয়ে ধস নামলেও প্রথম ইনিংসে ২১৫ রানের লিডের সুবাদে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয় স্বাগতিকরা। শন মার্শের অপরাজিত সেঞ্চুরিতে (১২৬ নকআউট) অজিদের ৪৪২ রানের জবাবে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।