সংক্ষিপ্ত স্কোর:
ভারত-৫৩৬/৭ ডিক্লে. ও ২৪৬/৫ ডিক্লে.
শ্রীলঙ্কা ৩৭৩ ও ২৯৯/৫ (১০৩ ওভার, টার্গেট ৪১০)
এই সিরিজে শ্রীলঙ্কা আন্ডারডগ হিসেবে খেললেও দুর্দান্তই করেছে দলটি। যার প্রমাণ রেখেছে দিল্লি টেস্টেও।
অথচ চতুর্থ দিন মাত্র ৩১ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। সেখান থেকে পঞ্চম দিন দলকে টেনে নেন ধনাঞ্জয়া। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ম্যাথিউজ ও চান্দিমাল অবশ্য স্বাচ্ছন্দে খেলার আগেই বিদায় নেন। শেষ দিকে রোশান সিলভা ও নিরোশান দিকভেলার অপরাজিত দারুণ ব্যাটিংয়ে ড্র করে মাঠ ছাড়ে তারা। রোশন ৭৪ ও দিকভেলা ৪৪ রানে অপরাজিত থাকেন। ফলে ২৯৯ রানে পাঁচ উইকেটের বেশি আর পড়েনি।
ভারতীয় বোলারদের মধ্যে রবিন্দ্র জাদেজা সর্বোচ্চ তিন উইকেট পান। একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন।
এই সিরিজে কোহলি দুটি ডাবল সেঞ্চুরি সহ মোট ৬১০ রান করেন। অসংখ্য রেকর্ড গড়া এ তারকা তিন ম্যাচ সিরিজে মোট রানের তালিকায় ব্যক্তিগত ব্যাটসম্যান হিসেবে চতুর্থ সর্বোচ্চ।
এর আগে কলকাতা প্রথম টেস্টটি ড্র হয়েছিল। পরে নাগপুরে দ্বিতীয় টেস্টে জিতে ভারত এগিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস