মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়।
এ ম্যাচটি এ কারণেই নিরুত্তাপ, কেননা এ ম্যাচ ছাড়াই আসরের শীর্ষস্থান থেকে লিগ পর্ব শেষ করছে কুমিল্লা।
এ ম্যাচে কুমিল্লার নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল বিশ্রামে রয়েছেন। তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। এছাড়া সলোমান মায়ার ও মেহেদি হাসান রানার পরিবর্তে নেওয়া হয়েছে লিটন দাশ, মোহাম্মদ সাইফুদ্দিন ও হাসান আলীকে।
আর সিলেট দলে একটি পরিবর্তন হয়েছে। আবুল হাসানকে সরিয়ে মোহাম্মদ শরিফকে নেওয়া হয়েছে।
সিলেট একাদশ: মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), রস হুইটলি, সোহেল তানভির, মোহাম্মদ শরিফ, কামরুল ইসলাম রব্বি, শরিফুল্লাহ, নাবিল সামাদ।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, লিটন দাশ, জস বাটলার, শোয়েব মালিক (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, গ্রায়েম ক্রেমার, মেহেদি হাসান, হাসান আলি, আল আমিন হোসেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
এমএমএস