ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে ৫ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
আইপিএলে ৫ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো ছবি:সংগৃহীত

২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আসরের দলগুলো। এ ব্যাপারে সিদ্ধান্ত হয় আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন আইপিএল কমিটির চেয়ারম্যান রাজিব শুক্লা ও সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)।

এ ৫ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ৩ জন ভারতীয় দলে খেলা ক্রিকেটার, সর্বোচ্চ ২ জন জাতীয় দলে না খেলা ভারতীয় ক্রিকেটার ও সর্বোচ্চ ২ জন বিদেশি ক্রিকেটার থাকা যাবে।

আইপিএলে আগামী আসরে ফিরে আসা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ক্ষেত্রেও একই নিয়ম হচ্ছে।

২০১৫ সালে যে দল ছিল চেন্নাই এবং রাজস্থানের, সেই দল থেকে যারা পুনে বা গুজরাটের হয়ে খেলতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৫ জন করে ধরে রাখতে পারবে চেন্নাই ও রাজস্থান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।