আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজিই পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। চেন্নাই ও রাজস্থান ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিল।
দিল্লিতে আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর সঙ্গে। সেখানে খেলোয়াড়দের ধরে রাখা থেকে শুরু করে নিলামের মূল্য নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামে সর্বোচ্চ ৮০ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে। যেখানে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ক্ষেত্রে অঙ্কটা ৫০ থেকে ৭৫ লক্ষ। আর জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের ক্ষেত্রে নিলামের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ থেকে ৪০ লক্ষ।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস