ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত সিরিজের পর র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
দুর্দান্ত সিরিজের পর র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় কোহলি ব‍াঁ থেকে কোহলি, অ্যান্ডারসন ও সাকিব-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অসাধারণ এক সিরিজই কাটালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর পুরস্কার হিসেবে আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ ওপরে উঠে শীর্ষ দুই নম্বর স্থানটি দখল করে নিলেন এ তারকা।

দিল্লিতে ভারত বনাম শ্রীলঙ্কা, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ও ওয়েলিংটনে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট উন্ডিজের টেস্ট শেষে নতুন র‌্যাঙ্কিং ‌‌প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অবশ্য ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যথাক্রমে স্টিভেন স্মিথ, জেমস অ্যান্ডারসন ও সাকিব আল হাসান।

দেশ হিসেবে ভারই শীর্ষে রয়েছে।

শীর্ষ ১০ টেস্ট দেশ: ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে।  

ফিরোজ শাহ কোটলায় টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ২৪৩ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। করেছেন পর পর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি। তিন ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। পুরো সিরিজে করেছেন ৬১০ রান। এত সাফল্যে পর তিনি পেছনে ফেলেছেন স্বদেশি চেতশ্বর পুজারা, জো রুট ও কেন উইলিয়ামসনকে। এছাড়া শীর্ষে থাকা অজি অধিনায়ক স্মিথের সঙ্গে তার এখন পয়েন্ট ব্যবধান মাত্র ৪৫।

শীর্ষ ১০ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, জো রুট, চেতশ্বর পুজারা, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, হাশিম আমলা, আজহার আলী, দিনেশ চান্দিমাল, ডিন এলগার।

সেরা দশে দুই ধাপ নেমে পুজারা চারে চলে গেছেন। এক ধাপ নেমে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন পাঁচে। দিল্লিতেই অসাধারণ সেঞ্চুরির সুবাদে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল আট ধাপ এগিয়ে নয়ে অবস্থান করছেন। অন্যরা আগের অবস্থানেই আছেন।

শীর্ষ ১০ বোলার: জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, জস হ্যাজেলউড, নেইল ওয়াগনার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, ডেল স্টেইন।

বোলিংয়ে ইংলিশ পেসার অ্যান্ডারসন শীর্ষে থাকলেও এক ধাপ এগিয়ে দুইয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। এক ধাপ অবনমন হয়ে তিনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুই ধাপ এগিয়ে সাত ও ‍আটে চলে গেছেন যথাক্রমে কিউই পেসার নেইল ওয়াগনার ও অজি পেসার মিচেল স্টার্ক । তারা এগিয়ে ‍যাওয়াতে দুই ধাপ করে পিছিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন ও প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

শীর্ষ ৫ অলরাউন্ডার: সাকিব আল হাসান, রবিন্দ্র জাদেজা, বেন স্টোকস, রবিন্দ্রন অশ্বিন, মঈন আলী।

অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এ তালিকায় শীর্ষ পাঁচে এক ধাপ উন্নতিতে তিনে চলে এসেছেন বর্তমানে টেস্টের বাইরে থাকা ইংল্যান্ডের বেন স্টোকস। পিছিয়েছেন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।