লিগ পর্বে দু’বারের মুখোমুখি দেখাতেই কুমিল্লার কাছে হেরে মাঠ ছাড়ে ঢাকা। সেখান থেকে বাড়তি অনুপ্রেরণা নিতেই পারে ভিক্টোরিয়ান্স শিবির।
শুক্রবার (৮ ডিসেম্বর) পঞ্চম আসরের প্লে-অফ পর্ব মাঠে গড়ায়। ‘মাস্ট উইন’ এলিমিনেটর ম্যাচে ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে খুলনা টাইটান্সকে স্রেফ উড়িয়ে দেয় রংপুর রাইডার্স। ১৬৮ রানের লক্ষ্যটা ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় মাশরাফির দল। মাত্র ৫১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’।
ঢাকা ও কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আগামী ১০ ডিসেম্বর রংপুরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। নকআউটের লড়াইয়ে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।
ঢাকা একাদশ: মেহেদী মারুফ, এভিন লুইস, জো ডেনলি, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, মোসাদ্দেক হোসেন সৈকত, সুনীল নারাইন, জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ সাদ্দাম।
কুমিল্লা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), জস বাটলার, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, হাসান আলী, আল আমিন হোসেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৮ ডিসেম্বর, ২০১৭
এমআরএম