এর আগে এক বিবৃতিতে স্বদেশী হাথুরুসিংহেকে তিন বছরের জন্য কোচ ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০ ডিসেম্বর থেকে লঙ্কানদের দায়িত্ব হাতে নেবেন।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু অক্টোবরে ভুলে থাকার মতো দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মাঝপথে এসে তিনি বিসিবি সভাপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠান। সিরিজ শেষে দ. আফ্রিকা থেকে সরাসরি চলে যান অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে।
২০১৪ সালের মে মাসে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৪৯ বছর বয়সী হাথুরুসিংহে। লাল-সবুজের ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে ধরার কারিগর হিসেবে অন্যতম সফল কোচদের একজন হয়ে থাকবেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস