ভারতের বদলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করেছিল মালেশিয়া।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘এটা এখনো পরিস্কার নয় ভারত সরকার পাকিস্তানের ক্রিকেট দলকে ভারতে খেলার অনুমতি দেবে কি না! সরকারের কাছে আবেদন করে এখনো কোনো উত্তর পাইনি।
উল্ল্যেখ, রাজনৈতিক কোন্দলের কারণে বহু দিন থেকে ক্রিকেট বন্ধ রয়েছে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে। আইসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ শেষ কবে হয়েছে সমর্থকরা ভুলে গেছেন। এখন দেখার শেষ পর্যন্ত বিসিসিআইর আর্জিতে বরফ গলে কি না।
এদিকে সর্বশেষ তিনবার সহ এশিয়া কাপে সবচেয়ে বেশি পাঁচবার সফল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। আর ভারত যদি নিজেদের প্রত্যাহার করে নেয় তবে হয়তো টানা চতুর্থবার বাংলাদেশের হাতে ফের দায়িত্ব পড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস