আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রেমন রেইফার ২২ ও মিগুয়েন্স কামিন্স ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে ৬৬।
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার ও কলিন ডি গ্র্যান্ডহোম প্রত্যেকেই দু’টি করে উইকেট নিয়েছেন।
এর আগে আগের দিনের করা সাত উইকেটে ২৮৬ রানের সঙ্গে ৮৭ রান যোগ করে থামে কিউইরা। সর্বোচ্চ ৮৪ রান করেন জিত রাভাল। আরেক ওপেনার টম ল্যাথাম ২২, অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৩, রস টেইলর ১৬, হেনরি নিকোলস ১৩, মিচেল স্যান্টনার ২৪, কলিন ডি গ্র্যান্ডহোম ৫৮, শেষদিকে টম ব্লান্ডেল ২৮, টিম সাউদি ৩১ রান করে আউট হন। ৩৭ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট।
চারটি উইকেট দখল করেন শ্যানন গ্যাব্রিয়েল। কেমার রোচ নেন তিনটি। মিগেল কামিন্স দু’টি ও অন্যটি পান পেস বোলিং অলরাউন্ডার রেইফার।
দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে হার মানে সফরকারীরা। টেস্টের পর সীমিত ওভারের সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৭
এমআরএম