মিরপুরে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে মাশরাফি ‘খোলাসা’ করলেন সাফল্যের ‘রহস্য’।
ঢাকা ডায়নামাইটসে ৫৭ রানে হারিয়ে দেওয়া দলের ‘চ্যাম্পিয়ন’ অধিনায়ক বলেন, ‘গ্রুপ পর্ব পার করার পর চতুর্থ দল হিসেবে খেলে ফাইনালে উঠলাম…আমাদের সবার জন্য একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগটি পেয়েছি সেটা কাজে লাগাতে হবে।
ফাইনালে ক্রিস গেইল (১৪৬*) ও ব্রেন্ডন ম্যাককালামের (৫১*) তাণ্ডব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, ‘গেইল-ম্যাককালামকে বলা ছিল, যেহেতু তোমরা শটস খেলতে পছন্দ করো, তাহলে সেটাই করো। গো অ্যান্ড প্লে। স্বাধীনভাবে খেলা... কোনো ব্লেমিং (দোষারোপ) নেই। কেউ কাউকে ব্লেমিং করিনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ’
দল হিসেবে রংপুর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলেও অধিনায়ক হিসেবে মাশরাফির হাতে শোভা পেলো চতুর্থ বিপিএল শিরোপা। আর এর কারণ হিসেবে মাশরাফি এগিয়ে রাখলেন ভাগ্য ও চেষ্টাকে।
তিনি বলেন, ‘ভাগ্য সহায় না হলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্য সহায়, তাই পারছি। তবে অবশ্যই প্রচেষ্টা বড়। অাবার শুধু ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না, আপনাকে চেষ্টাও করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যে কোনো ভালো কিছু করতে হলে ভাগ্য অবশ্যই সঙ্গে থাকতে হয়। আমি বিশ্বাস করি এটাই। ’
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এইচএল/এইচএ/