বিপিএলের এবারের আসরেই বেশ কয়েকটি টি-টোয়েন্টি রেকর্ড গড়েছেন গেইল। ‘ইউনিভার্সেল বসে’র এখন পর্যন্ত টি-২০’র বিভিন্ন রেকর্ড নিচে পাঠকদের জন্য সংখ্যায় সংখ্যায় তুলে ধরা হলো।
২০- টি-২০’তে গেইলের ২০টি সেঞ্চুরি! স্বাভাবিক ভাবেই এটি সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। সাতটি সেঞ্চুরি করে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মাইকেল ক্লিঙ্গার, লুক রাইট ও ব্র্যান্ডন ম্যাককালাম। তাদের তিনজনের মিলে গেইল থেকে মাত্র একটি সেঞ্চুরি বেশি।
৫- বিপিএলে গেইলের অধীনে রয়েছে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি। যেখানে এই আসরেই দুটি করেছেন তিনি। ১৮- এক ইনিংসে গেইলের ছক্কা সংখ্যা এটি, যা যে কোনো ব্যাটসম্যান থেকে সেরা। তিনি তার আগের ১৭টি ছক্কার রেকর্ডই এবারের ফাইনালে ভেঙেছেন। এর আগে ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিওর্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ ইনিংসের সময় ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।
৭- টানা সাত বছর গেইল টি-২০’তে অন্তত দুটি করে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন। ২০১১ সালের পর থেকে তিনি ৪৩.২০ গড় ও ১৫১.২৯ স্ট্রাইক রেটে ১৯টি সেঞ্চুরি করেছেন। তবে ২০১০ পর্যন্ত ৫১ ম্যাচে ২৯.৯৭ গড় ও ১৩৪.৭৯ স্ট্রাইক রেটে মাত্র একটি সেঞ্চুরি করেছিলেন। ১৩- গেইলের ক্যারিয়ারে ১৩ সেঞ্চুরিতে তার স্ট্রাইক রেট ছিল অন্তত ২০০। ২০১৩ সালে আইপিএলে অপরাজিত ১৭৫ করার সময় তার রেকর্ড সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ২৬৫.১৫। আর ২০১৪ সালে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জোউকসের বিপক্ষে সেঞ্চুরির সময় স্ট্রাইক রেট ছিল সর্বনিম্ন, ১৭৬.১৯।
২২৭- ক্যারিয়ারের ২০টি সেঞ্চুরির সময় গেইল ২২৭টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে একটি ম্যাচে গড়ে ১১টির বেশি। এই ২০টি সেঞ্চুরিতে গড়ে তার স্ট্রাইক রেট ছিল ২০৮.১৯।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস