পায়ের ইনজুরিতে ভুগছেন ২৫ বছর বয়সী মিলনি। বল ছোঁড়ার সময় বাম পায়ে অস্বস্তি অনুভব করছেন বলে বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে (২০ ডিসেম্বর) একাদশে ছিলেন না মিলনি। পাঁচ উইকেটের জয়ে লিড নেয় কিউইরা। সাউদির জায়গায় বাকি দুই ম্যাচে খেলার সুযোগ ছিল। কিন্তু ইনজুরির থাবায় থাকতে হচ্ছে মাঠের বাইরে। মিলনির পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন দু’টি ওয়ানডে খেলা সেথ রেন্সে।
ক্রাইস্টচার্চে আগামী ২০ ও ২৩ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ২৯ ডিসেম্বর, ১ ও ৩ জানুয়ারি। বাংলাদেশ সময় অনুযায়ী, প্রথমটি সকাল ৮টা ও শেষ দু’টি ম্যাচ বেলা ১২টায় মাঠে গড়াবে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম