বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টায়ার-১ এর গুরুত্বপূর্ণ ম্যাচের তৃতীয় দিনে দ্বিশতক আদায় করে নেন গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ২৫-এ পা রাখা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত ২০২ রানে শুভাগত হোমের বলে আউট হন বিজয়।
আর কিছুক্ষণ উইকেটে থাকলে নিজের রেকর্ড ছাড়িয়ে যেতে পারতেন এনামুল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ স্কোর ২১৬। তাতে কী! বিজয়-মেহেদির ৩০৭ রানের জুটিতে লিডের পাহাড় গড়েছে টানা দু’বারের চ্যাম্পিয়নরা। ৮ উইকেট হারিয়ে ৪৫৯ রান করে ইনিংস ঘোষণা করেছে আব্দুর রাজ্জাকের দল। লিড ৩৪৬।
এর আগে বিকেএসপিতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে মিরাজের সাত উইকেটের স্পিন ঘূর্ণিতে প্রথম ইনিংসে ঢাকা বিভাগকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দেয় খুলনা। সর্বোচ্চ ২৮ রান করেন রকিবুল হাসান।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম