আর এই বিষয়টিই ভাবিয়ে তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের।
কেনই বা বিষয়টি ভাবনার কারণ হবে না? যেহেতু তিনি হেড কোচ ছিলেন সেহেতু মাশরাফি-সাকিবদের শক্তিমত্তা এবং দুর্বলতা তর নখোদর্পনে।
যা আখেরে টাইগারদের হারের কারণ হয়ে দাঁড়াতেই পারে। বিষয়টিকে বেশ গুরুত্বসহকারেই দেখছেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। হাথুরু’র সমর কৌশলের দুশ্চিন্তায় তার ঘুম হারাম হওয়ার মতো অবস্থা।
আকরাম বলেন, ‘চ্যালেঞ্জের চেয়ে টেনশনটা একটু বেশি। যেহেতু একটা দলের সাথে এতদিন ও ছিলো। আমাদের ভালো দিকটা যেমন সে জানতো নেগেটিভ জিনিসগুলোও জানে। এই জিনিসটা আমাদের জন্য টেনশনের ব্যাপার। এই সিরিজটার পরেও আমরা শ্রীলঙ্কায় খেলবো। সেটাও আমাদের চ্যালেঞ্জের ব্যাপার। ’
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস