ভালো হয়নি পরের মাসে ভারত সফরও। হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্টটি হেরে যায় লাল-সবুজের দল।
এক মাসের বিরতিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে ৬ ম্যাচের মধ্যে দুটিতে জয় পায় টাইগারবাহিনী। পরের মাসেই কার্ডিফে রচিত হয় বাংলাদেশের ক্রিকেটের নতুন এক ইতিহাস।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের কুলিনদের এই আসরের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ। চমকে যায় পুরো বিশ্ব।
এরপর আগস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টে ১-১ এ সমতায় শেষ করে মুশফিকুর রহিম ও তার দল। পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে উড়াল দেয় বাংলাদেশ। কিন্তু সফরটি মোটেও সুখকর হয়নি। কেননা সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শোচনীয় হার নিয়ে দেশে ফেরে টাইগার সদস্যরা।
তাই সবমিলিয়ে বছরটিতে ভালো ও মন্দ দুটোই ছিল বলে মত ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার।
‘আমাদের সবকিছু আমার কাছে মনে হয় ভালো খারাপ দুটাই ছিলো। কিছু কিছু ভালো পারফরম্যান্স ছিল। আবার শুরু এবং শেষটাও ভালো হয়নি। যদি বলেন যে নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়েছিল ওটা আমরা ভালো করিনি। টেস্ট ম্যাচে ভালো করেছিলাম। আবার সাউথ আফ্রিকায় শেষ হলো এটা সবাই জানে ভালো হয়নি। মাঝে কিছু পারফরম্যান্স হয়তোবা আমরা ভালো করেছি। আমার কাছে মনে হয় ভালো খারাপ দুইটা দিয়েই ছিলো। ’
রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চত্বরে সংবাদ মাধ্যমকে এসব কথা তুলে ধরেন মাশরাফি।
মাশরাফি এসময় কথা বলেন জানুয়ারিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজ নিয়েও। যেখানে ভালো কিছু করতে তারা প্রস্তুত বলে জানালেন এই দলপতি, ‘সবাই আশা করছে ভালো হবে। এখন দেখা যাক আসমরা কি করতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমআরএম