অ্যামিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত পৌনে একটায় হযরত শহাজলাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন টাইগার যুবারা।
ক্রাইস্টচার্চের পথে ঢাকা থেকে তিন ঘণ্টা ভ্রমণ শেষে দুবাই পৌঁছাবে সাইফ আফিফদের ফ্লাইট।
স্থানীয় সময় বুধবার (২৭ ডিসেম্বর) অস্ট্রেলিয়ায় তাদের ফ্লাইট অবতরণের পর সেখান থেকে ৫ ঘণ্টা ভ্রমণ শেষে ক্রাইস্টচার্চে পৌঁছাবে লাল-সবুজের দল।
সেখানে পৌঁছে ডানেডিনে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন সাইফ-আফিফরা। বিশ্বকাপের মূল পর্বের আগে খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচও। এরপর ১৩ জানুয়ারি উদ্বোধনী দিন নিজেদের প্রথম ম্যাচে লিঙ্কনে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
একই ভেন্যুতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ জানুয়ারি কানাডার পর ১৮ জানুয়ারি কুইন্সটাউনে ‘সি’ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবেন সাইফ হাসান ও তার দল।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এইচএল/এমএ