১১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন কুক ও রুট। দু’জন অপরাজিত যথাক্রমে ১০৪ ও ৪৯ রানে।
বুধবার (২৭ ডিসেম্বর) আগের দিনের তিন উইকেটে ২৪৪ রান নিয়ে বড় স্কোরে চোখ রাখে অজিরা। কিন্তু ব্রড-অ্যান্ডারসনের বোলিং তোপে ৩২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। শেষ ৬৭ রানে সাত উইকেটের পতন ঘটে। অধিনায়ক স্টিভেন স্মিথ ৭৬ ও শন মার্শ ৬১ রানে বিদায় নেন। টিম পেইনের ব্যাট থেকে আসে ২৪। এর আগে ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ২৬ ও ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি হাঁকিয়ে ১০৩ রানে সাজঘরে ফেরেন।
স্টুয়ার্ট ব্রড ৪টি ও জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট তুলে নেন। ক্রিস উকস নেন দু’টি। টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান স্মিথকে বোল্ড করে টেস্ট অভিষেকেই উইকেট উদযাপনে মাতেন টম কুরান। প্রথম দিনে ওয়ার্নারকেও ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত করতে পারতেন। দুর্ভাগ্য পায়ের নো বল।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০ তে এগিয়ে স্মিথের দল। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলছে বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন থেকে হওয়া ম্যাচের নামকরণ) টেস্ট।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম