ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আশাবাদী মেহেদি, খুশি মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আশাবাদী মেহেদি, খুশি মিরাজ ছবি:সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বুধবার (২৭ ডিসেম্বর) শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় মেহেদি হাসানের। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা এ তরুণের চোখ এখন জাতীয় দলে।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন মেহেদি। পরে জাতীয় লিগের শেষ রাউন্ডে ১৭৭ রানের ইনিংস খেলেছেন।

যার ফলে সুযোগ পান ক্যাম্পে।

প্রথম দিন বেশ নার্ভাস হয়ে পড়া মেহেদি বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় সকালটা খুবই রোমাঞ্চকর ছিল। সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা, সবই অন্যরকম ছিল। ’

তিনি আরও বলেন, ‘সবাই সবার চেয়ারে বসে ছিল ড্রেসিংরুমে। আমি কোন সিটে বসবো, সেটা খুঁজে পাচ্ছিলাম না। যেখানেই বসতে চাই, দেখি সেটা অন্য কারো সিট। এতে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম। দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ। সতীর্থরা বলছিল প্রথম প্রথম এমন হয়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ’

জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে থাকার ব্যাপারে জানতে চাওয়া হলে মেহেদি বলেন, ‘অবশ্যই আশাবাদী। দলে যেই আসুক, সবাই নিজের সেরাটা দিতে চাইবে। আমার যদি শতভাগের বেশি দিতে হয় আমি তাও দিব। ’

এদিকে জাতীয় দলের আরেক তারকা মেহেদি হাসান মিরাজের সঙ্গেও কথা হয়। অলরাউন্ডার হিসেবে দলে ঢুকলে বর্তমানে তার বোলিংটাই বেশি গুরুত্ব পাচ্ছে দলে। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন বোলার হিসেবে আছি। দুটাতেই ভাল করবো সুযোগ পেলে চেষ্টা করবো। তবে এ মুহূর্তে আমি খুশি, বোলিংটা ভাল হচ্ছে। বোলিংও অনেক গুরুত্বপূর্ণ। সামনে আমাকে আরো ভাল করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।