অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩২৭ রানের জবাবে ব্যাট করা ইংল্যান্ড নয় উইকেট হারিয়ে ৪৯১ রানে দিন শেষ করেছে। ডাবল সেঞ্চুরি করা কুক ২৪৪ রানে অপরাজিত আছেন।
কুক আগের দিনই ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে তালিকায় অষ্টমস্থানে জায়গা করেছিলেন। সেঞ্চুরিতে অজি গ্রেট স্টিভ ওয়াহ’র পাশে নাম লেখান।
তৃতীয় দিন আরেকটি কীর্তিতে নাম লেখান ৩৩ বছর বয়সী কুক। এদিন ঐতিহ্যবাহী মেলবোর্নে ইংল্যান্ডের কোনো ব্যটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এ বাঁহাতি। পেছনে ফেলেন ঠিক ২০০ করা ওয়ালি হ্যামন্ডকে। অজিদের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি।
ইংলিশদের প্রায় একাই টেনে তোলো কুক অন্যদের আসা-যাওয়ার মিছিল দেখেছেন। কিন্তু উইকেটে নিজে ছিলেন অবিচল। তার ২৪৪ রানের অপরাজিত ইনিংসটি ৪০৯ বলে সাজানো। যেখানে ২৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আগের দিনে ৪৯ রানে অপরাজিত অধিনায়ক জো রুট ৬১ রান করে বিদায় নেন।
মাঝের ব্যাটসম্যানদের স্বল্প অবদান থাকলেও, নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে কুকের ডাবল সেঞ্চুরিতে সাহায্য করেন স্টুয়ার্ট ব্রড। এতেই থেমে থাকেননি তিনি, লড়াকু এক ইনিংস খেলে ৬৩ বলে করেন ৫৬ রান।
অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তুলে নেন জস হ্যাজেলউড, নাথান লায়ন ও প্যাট কামিন্স।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস