ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বছরের প্রথম ম্যাচেই ফলাফল হলো না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বছরের প্রথম ম্যাচেই ফলাফল হলো না ছবি:সংগৃহীত

২০১৮ সালের আন্তর্জাতিক সূচিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি বৃষ্টির কারণে কোনো ফলাফল হয়নি। সিরিজের দ্বিতীয় টি-২০ পরিত্যক্ত হওয়ায় ১-০তেই এগিয়ে রইল স্বাগতিক কিউইরা।

মাউন্ট মাউনগানুইতে বৃষ্টির হানা ছিল খেলা শুরু হওয়ার আগে থেকেই। তবে এক পর্যায়ে পরিবেশ শান্ত হলে, টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয়রা।

কিন্তু কেন উইলিয়ামসনদের ইনিংসে নয় ওভার শেষ হতেই আবার বৃষ্টির বাগড়া।

এর পর দু’দল আর মাঠেই নামতে পারেনি। শেষ পর্যন্ত আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।  

এ সময় ব্যাটিংয়ের সুযোগ পাওয়া কিউইরা ঝড়ো শুরু করে। যার নেতৃত্বে থাকেন কলিন মুনরো। নয় ওভার শেষে চার উইকেট হারিয়ে ১০২ রান তোলে তারা। মুনরো মাত্র ২৩ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করে বিদায় নেন। অধিনায়ক উইলিয়ামসন (১৭) ও আনারু (১) অপরাজিত থাকেন।

একই মাঠে আগামী ৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।