ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে লঙ্কার নতুন মুখ শেহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ত্রিদেশীয় সিরিজে লঙ্কার নতুন মুখ শেহান ছবি:সংগৃহীত

বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে ঘিরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার শেহান মাদুশাঙ্কা। এছাড়া দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল, কুমাল মেন্ডিস ও লেগস্পিন-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা।

২২ বছর বয়সী মাদুশাঙ্কা এখন পর্যন্ত মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তবে নির্বাচকদের নজর কেড়ে দলে সুযোগ পেয়েছেন তিনি।

এছাড়া এই দলে পেসার হিসেবে আরও আছেন দাশমান্তথা চামিরা। তাদের এই দুই বোলারই নাকি ১৪০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম।

মাদুশাঙ্কাকে নিয়ে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের নাকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন...বাংলাদেশ সফরে ফের নেতৃত্বে ম্যাথিউজ

এদিকে ২০১৭ সালে বাজে ফর্ম কাটলেও ৫০ ওভারের ক্রিকেটে দিনেশ চান্দিমালের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান হাথুরু। এছাড়া ঘরোয়া লিগে ভালো করে দলে জায়গা করে নিয়েছেন মেন্ডিস।

আগামী ১৫ জানুয়ারি থেকে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। যেখানে তৃতীয় দল হিসেবে থাকছে জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, দাশমান্তথা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।