ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন ঋদ্ধিমান, ফিরলেন কার্তিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ছিটকে গেলেন ঋদ্ধিমান, ফিরলেন কার্তিক ছিটকে গেলেন ঋদ্ধিমান, ফিরলেন কার্তিক-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেলেন ঋদ্ধিমান শাহ। তার পরিবর্তে দলে ফিরছেন দিনেশ কার্তিক। তিন ম্যাচ টেস্ট সিরিজের কেপ টাউনে প্রথম টেস্টে খেললেও সেঞ্চুরিয়ানে দ্বিতীয়টিতে সুযোগ পাননি ঋদ্ধি। হ্যামিস্ট্রিং চোটে পড়ে এবার সিরিজই শেষ হয়ে গেল তার।

সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা কার্তিক এখন পর্যন্ত সাদা পোশাকে ২৩টি ম্যাচ খেলেছেন। যেখানে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৫১টি ক্যাচ ও পাঁচটি স্ট্যাম্পিং করেছেন তিনি।

দ্বিতীয় টেস্টে ঋদ্ধির পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে খেলছেন পার্থিব প্যাটেল। যেখানে কেপ টাউনে ১০টি ক্যাচ নিয়ে ভারতীয়দের হয়ে রেকর্ড গড়েছিলেন ঋদ্ধি।

২০১০ সালে এই দ.আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ঋদ্ধির। এখন পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন তিনি। ৮৫টি ডিসমিসালের মধ্যে তার ৭৫টি ক্যাচ ও ১০টি স্ট্যাম্পিং রয়েছে।

আগামী ২৪ জানুয়ারি জোহার্নেসবার্গে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।