ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৯১ রানের টার্গেটে ব্যাট করছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
২৯১ রানের টার্গেটে ব্যাট করছে লঙ্কানরা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাইলফলক ছোঁয়া ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাসাকাদজা-সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২৯১ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এটি শততম আন্তর্জাতিক ওয়ানডে। ছয় মাস আগে দু’দলের মধ্যকার সবশেষ ওডিআই সিরিজে (৩-২) লঙ্কানদের তাদেই মাঠেই হারের লজ্জায় ডোবায় জিম্বাবুইয়ানরা। জয়ের লক্ষ্যে ব্যাট করছে হাথুুরুসিংহের শ্রীলঙ্কা।

তাই এই ম্যাচ ঘিরে একটা বাড়তি রোমাঞ্চ কাজ করছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৯০ রান তোলে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭০ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে। দলকে লড়াকু সংগ্রহের পথ দেখিয়ে ৮১ রানে (৬৭ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজা।

৭৩ রানের ইনিংস উপহার দেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনিং জুটিতে আসে ৭৫। সোলোমন মায়ার ৩৪ রানে আউট হন। এছাড়া ক্রেইগ আরভিন ২, ব্রেন্ডন টেইলর ৩৮, ম্যালকম ওয়ালার ২৯, পিটার মুর ১৯ রান করেন। শেষ ওভারের মুরের বিদায়ে কোনো বল না খেলে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

আসিলা গুনারত্নে তিনটি উইকেট দখল করেন। থিসারা পেরেরা দু’টি ও অন্যটি নেন সুরাঙ্গা লাকমল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।