লঙ্কানদের আগের ম্যাচে ১২ রানে হারিয়ে ফাইনালে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে ২৯০ রান সংগ্রহ করেছিল দলটি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমান মায়ারের ৪৪ রানের উদ্বোধোনী জুটি ভালো কিছুর সম্ভাবনা জাগায় জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত ২০ ও ২১ রানে বিদায় নেন এই ওপেনাররা।
এর পর লঙ্কান বোলারদের তোপে টেইলর ছাড়া বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। ৮০ বলে ছয়টি চারের সাহায্যে ৫৮ করেন ডানহাতি টেইলর। ৩৪ রান আসে অধিনায়ক ক্রেমারের ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেন ম্যালকম ওয়ালার।
লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল থিসারা পেরেরা। এ পেসার আট ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। নুয়ান প্রদিপ নেন তিনটি উইকেট। আর দুটি উইকেট দখল করেন লাকসান সান্দাকান।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
এমএমএস