কলিন মুনরো ৪৩ বলে ৪৯ ও রস টেইলর ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মার্টিন গাপটিল ২ ও গ্লেন ফিলিপস ৩ ও টম ব্রুস ২৬ রান করে আউট হন।
এর আগে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং পায় সরফরাজ আহমেদের দল। সাউদি-র্যান্সেদের বোলিং তোপে ১৯.৪ ওভারে ১০৫ রানে সবকটি উইকেটের পতন ঘটে। সর্বোচ্চ ৪১ রান করেন বাবর আজম। হাসান আলীর ব্যাট থেকে আসে ১২ বলে ২৩। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া টিম সাউদি ও পেস সঙ্গী সেথ র্যান্সে তিনটি করে উইকেট দখল করেন। দু’টি নেন স্পিনার মিচেল স্যান্টনার। একটি করে পান আনারু কিচেন ও ম্যাচ সেরা কলিন মুনরো।
আগামী বৃগস্পতিবার (২৫ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ মাঠে গড়াবে। টিকে থাকতে পাকিস্তানের জয়ের বিকল্প নেই। আরেকটি শিরোপায় চোখ রাখছে উড়ন্ত নিউজিল্যান্ড। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়। একই সময়ে তিনদিন পর (রোববার) তৃতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এমআরএম