ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্রাথওয়েট-হোল্ডারে কুপোকাত নিউগিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
ব্রাথওয়েট-হোল্ডারে কুপোকাত নিউগিনি ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বল হাতে আগুন ঝড়ালেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কার্লোস ব্রাথওয়েট। একে একে তুলে নিলেন ৫টি উইকেট। আর তাতেই ২০০ রানে গুটিয়ে গেল পাপুয়া নিউগিনি।

জয়ের জন্য ২০১ রানের মামুলি লক্ষ্যটা ৪ উইকেটের বিনিময়ে টপকে গেছে ক্যারিবীয় শিবির। অধিনায়ক জেসন হোল্ডার খেলেন অপরাজিত ৯৯ রানের ইনিংস।

 

এটি উইন্ডিজের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল আরব আমিরাতকে। আগের ম্যাচের ঝড়ো সেঞ্চুরিয়ান ক্রিস গেইল নিউগিনির বিপক্ষে খেলেননি।

বৃহস্পতিবার (৮ মার্চ) হারারেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আসাদ ভালার ৫৭, টনি উরার ৩৭ এবং মাহুরা দাই ও নরম্যান ভানুয়ার ৩৫ রানে ৪২.৪ ওভারে ২০০ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি।

ব্রাথওয়েটের ৫ উইকেটের সঙ্গে নিকতা মিলার ২টি, অ্যাশলে নার্স ও কেসরিক উইলিয়ামস নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে জয়ের জন্য ২০১ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে হোল্ডারের অপরাজিত ৯৯ ও শাই হোপের অপরাজিত ৪৯ রানে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রানের টার্গেট অতিক্রম করে ক্যারিবীয়রা।

পাপুয়া নিউ গিনির হয়ে বল হাতে নরম্যান ভানুয়া, অ্যালেই নাও ও চার্লস আমিনি নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।