এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে দুই উইকেটে ১০৮। শিখর ধাওয়ান ৫২ ও সুরেশ রায়না ২৮ রানে ব্যাট করছেন।
রোহিত-শিখর জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারে রিশভ প্যান্টকে (৭) বোল্ড করে দ্বিতীয় উইকেটের পতন ঘটালেন রুবেল হোসেন। একই ওভারে লেগ-গালিতে মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস না করলে প্যাভিলিয়নে ফিরতেন রায়না।
চতুর্থ ওভারে মোস্তাফিজের বল রোহিত শর্মার (১৭) ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। ২৮ রানে থামে ওপেনিং পার্টনারশিপ।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। ৩০ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে আউট হন সাব্বির রহমান।
তামিম ইকবাল ১৫, সৌম্য সরকার ১৪, মুশফিকুর রহিম ১৮, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১, মেহেদী হাসান মিরাজ ৩ রানে সাজঘরের পথ ধরেন। ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৯।
পার্টনারশিপের অভাবেই চ্যালেঞ্জিং সংগ্রহ আনতে ব্যর্থ টাইগাররা। লিটন-সাব্বির ছাড়া কেউই উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি। এই দু’জনের পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৫। তার আগে মুশফিককে নিয়ে তৃতীয় উইকেটে ৩১ রান যোগ করেন লিটন।
দুই পেসার জয়দেব উনাদকাত তিনটি ও বিজয় শংকর দু’টি উইকেট লাভ করেন। একটি করে নেন শারদুল ঠাকুর ও স্পিনার যুজভেন্দ্র চাহাল। রানআউট হন রুবেল হোসেন (০)।
প্রথম ম্যাচ হেরে চাপের মুখে থাকা টিম ইন্ডিয়া জয়ে ফিরতে মরিয়া। দু’দিন আগে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হার মানে ধোনি-কোহলিবিহীন ভারত। বিশ্রামে থাকা সিনিয়রদের অনুপস্থিতি ভালোভাবেই টের পায় সফরকারীরা। ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ শিবির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এমআরএম