ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হুমকির ‍মুখে আফগানদের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
হুমকির ‍মুখে আফগানদের বিশ্বকাপ স্বপ্ন ছবি: সংগৃহীত

বাছাইপর্ব শুরুর আগে অন্যতম ফেভারিট ভাবা হয়েছিল আফগানিস্তানকে। তারাই এখন প্রবল শঙ্কার মুখে। টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা তিন ম্যাচ হেরে হুমকিতে আফগানদের বিশ্বকাপ স্বপ্ন।

স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের পর হংকংয়ের বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে রশিদ খানের দল। বুলাওয়েতে টস হেরে ব্যাটিং পেয়ে ৮ উইকেটে হংকংয়ের ছুঁড়ে দেওয়া ২৪২ রানের টার্গেট বৃষ্টি আইনে ৪৬ ওভারে ২২৬ রানে নির্ধারিত হয়।

 

৯ উইকেট হারিয়ে ১৯৫ করতে সমর্থ হয় আফগানিস্তান। ৩০ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হংকং। সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ নবী। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ৩২। ৪০ রানে অপরাজিত থাকেন দাওলাত জাদরান। চারটি উইকেট দখল করেন অফস্পিনার এহসান খান।

‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপালকে চার উইকেটে হারিয়ে (১৫০ টার্গেট) টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। দুই ম্যাচে এক জয় ও এক হার হংকংয়ের। চার নম্বরে নেমে গেছে আফগানরা। দুই ম্যাচ খেলে জয়হীন নেপাল।

১০ দলের টুর্নামেন্টে সেরা দু’টি টিম জায়গা করে নেবে ২০১৯ বিশ্বকাপে। সুপার সিক্স ‍মিশনে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।