ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ডি ভিলিয়ার্স-রাবাদায় ব্যাকফুটে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ডি ভিলিয়ার্স-রাবাদায় ব্যাকফুটে অজিরা ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড ম্যাচের পার্থক্য গড়ে দিতে যচ্ছে। সিরিজে সমতায় ফেরার মিশনে পোর্ট এলিজাবেথ টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। লিড মাত্র ৪১। হাতে ৫ উইকেট।

এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরির পর বল হাতে অজিদের ভোগাচ্ছেন পেসার কাগিসো রাবাদা। প্রথম ইনিংসের পাঁচ উইকেটশিকারি এরই মধ্যে আরও তিনটি উইকেট দখলে নিয়েছেন।

মিচেল মার্শ ৩৯ ও টিম পেইন ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উসমান খাজার ব্যাট থেকে আসে ৭৫। ক্যামেরন ব্যাকক্রফট ২৪, ডেভিড ওয়ার্নার ১৩, অধিনায়ক স্টিভেন স্মিথ ১১ ও শন মার্শ ১ রানে সাজঘরের পথ ধরেন। একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি ও স্পিনার কেশব মহারাজ।

ছবি: সংগৃহীতপ্রথম ইনিংসে অজিদের ২৪৩ রানে গুটিয়ে দিয়ে স্কোরবোর্ডে ৩৮২ রান তোলে প্রোটিয়ারা। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৬ রান করে অপরাজিত থেকে যান ডি ভিলিয়ার্স।

চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্মিথের দল। বেনোনিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হার মানে দ. আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।