ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা-ভারতের এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
শ্রীলঙ্কা-ভারতের এগিয়ে যাওয়ার লড়াই ছবি: সংগৃহীত

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত তিন দলই দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। এগিয়ে যাওয়ার লড়াইয়ে সোমবার (১২ মার্চ) দ্বিতীয়বার একে অপরকে মোকাবিলা করবে ভারত-শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ত্রিদেশীয় টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে। হাইভোল্টেজ উদ্বোধনী খেলায় ধোনি-কোহলিবিহীন ভারতকে পাঁচ উইকেটে হারায় স্বাগতিক শিবির।

১৭৫ রানের লক্ষ্যটা ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় লঙ্কানরা।

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। ৬ উইকেটের আত্মবিশ্বাসী জয় নিয়ে প্রতিশোধ নেওয়ার মিশনে নামবে টিম ইন্ডিয়া।

দুর্দান্তভাবেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টিম বাংলাদেশ। দু’দিন আগে রেকর্ড চেজ করে জয়োল্লাসে মাতে টাইগাররা। স্কোরবোর্ডে ২১৪ রান তুলেও হতাশায় ডোবে শ্রীলঙ্কা। মুশফিকুর রহিমের ৩৫ বলে ৭২ রানের বিস্ফোরক ইনিংসে পাঁচ উইকেট ও ২ বল বাকি থাকতে রেকর্ডময় জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। টি-টোয়েন্টি ইতিহাসে রান তাড়া করে বিশ্বের চতুর্থ সেরা রেকর্ড চেজ এটি। দক্ষিণ এশিয়ার সেরা। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার এমন জয় নেই।

ঘরের মাটিতে লঙ্কানদের সামনে বাংলাদেশ ম্যাচের আক্ষেপ ভুলে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি টানার চ্যালেঞ্জ। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা।

তিন দলের সমান ২ পয়েন্ট হলেও নেট রান রেটে সবার উপরে শ্রীলঙ্কা। ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। যথাক্রমে ০.২৯৭, -০.০৩৫, -০.২৩১।

প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর সেরা দু’টি টিম ফাইনালের টিকিট পাবে। ১৮ মার্চের শিরোপা নির্ধারণীর আগে আরও তিনটি ম্যাচ (আজকেরটি সহ) বাকি। ১৪ মার্চ বাংলাদেশ-ভারত ও ১৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।