ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলাঘরের শেখ জামাল বধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
খেলাঘরের শেখ জামাল বধ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের দেয়া ১৬৮ রানের লক্ষ্য তারা টপকে গেছে ৪ উইকেটের খরচায়। বল বাকি ছিল আরও ৬০টি।

খেলাঘরের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেছেন আশোক মিনারিয়া।

এর আগে সোমবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তানবীর হায়দারের ৫২ ও সৈকত আলীর ২৪ রানে, ৪৮ ওভরে, ১৬৭ রানে অলআউট হয় শেখ জামাল।

খেলাঘরের হয়ে বল হাতে তানভির ইসলাম ৪টি, আনজুম আহমেদ ৩টি, মইনুল ইসলাম ২টি এবং মাসুম খান নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আল মিনেরিয়ার অপরাজিত ৫৮ ও রাফসান আল মাসুদের ৪৯ রানের নকে ৪ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছায় খেলাঘর।

শেখ জামালের হয়ে বল হাতে সাজেদুল ইসলাম, সোহাগ গাজী ও রকিবুল নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে বিকেএসপিতে দিনের অপর ম্যাচে কলবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩১৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রুপগঞ্জ।

যা টপকাতে গিয়ে ২৮৮ রানে গুটিয়ে গেছে কলাবাগানের ইনিংস।

রুপগঞ্জের ব্যাট হাতে সালাউদ্দিন পাপ্পুর ৯৫ বলে খেলেছেন ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন অধিনায়ক নাইম ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।