ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় অবিশ্বাস্য উইকেট পতন, ১২/০ থেকে ১২/৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ফতুল্লায় অবিশ্বাস্য উইকেট পতন, ১২/০ থেকে ১২/৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিনা উইকেটে ১২ রান থেকে স্কোরকার্ড হয়ে গেল ৫ উইকেটে ১২! দলীয় সংগ্রহ ১২ রানেই পাঁচটি উইকেটের অবিশ্বাস্য পতন দেখলো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। ঢাকা প্রিমিয়ার লিগে উড়তে থাকা আবাহনীকে রীতিমতো চমকে দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

একাই চারটি উইকেট শিকার করেন তরুণ ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত। একে একে সাজঘরে পাঠান সাইফ হাসান (১), নাজমুল হোসেন শান্ত (০), অধিনায়ক নাসির হোসেন (০) ও মোসাদ্দেক হোসেন সৈকতকে (০)।

এনামুল হক বিজয়ের (১০) উইকেটটি নেন বাঁহাতি স্পিনার টিপু সুলতান।

বুধবার (১৪ মার্চ) দশম রাউন্ডের ম্যাচে টস জিতে নাসির-মাশরাফির আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান গাজী দলপতি জহরুল ইসলাম। তৃতীয় ওভারে সাইফকে নাঈম হাসানের ক্যাচবন্দি করে প্রথম ব্রেকথ্রু আনেন ১৯ বছর বয়সী ইয়াসিন। পঞ্চম ওভারে মোসাদ্দেককে দিয়ে পাঁচ উইকেটের পতন ঘটে।

ইতোমধ্যেই ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের সুপার লিগ রাউন্ড (সুপার সিক্স) নিশ্চিত করেছে আবাহনী। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান শীর্ষে। ১২ দলের পয়েন্ট টেবিলে দশম স্থানে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার সিক্সের লড়াইয়ে তাদের জয়ের বিকল্প নেই। রাউন্ড রবিন পর্বে আর দু’টি করে ম্যাচ বাকি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর সংগ্রহ ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৭১। সবশেষ ১৪তম ওভারে বোল্ড হয়ে টিপুর দ্বিতীয় শিকারে পরিণত হন মোহাম্মদ মিঠুন (৪০)। ক্রিজে আছেন ভারতের মানান শর্মা ও মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।