ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে বিসিবির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে বিসিবির শোক ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ডের পরিচালকবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) এক  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক জানানো হয়।

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক সভাপতির মা সায়েরা বেগম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিসিবি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৮
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।