ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের অবিস্মরণীয় জয়ে মাশরাফির ব্যতিক্রমী উচ্ছ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
দলের অবিস্মরণীয় জয়ে মাশরাফির ব্যতিক্রমী উচ্ছ্বাস দলের জয়ে মাশরাফির ফেসবুক স্ট্যাটাস

ঢাকা: কলম্বোয় নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাজিক ব্যাটে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশ দলের অবিস্মরণীয় জয়ে ব্যতিক্রমী উচ্ছাস প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তজা।

শুক্রবার (১৬ মার্চ) রাতে খেলা শেষে দলের দুর্দান্ত জয়ের পর ফেসবুক স্ট্যাটাসে এমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৬০ রানের চ্যালেঞ্জিং স্কোরের লক্ষ্যে খেলতে নামা টাইগারদের ইসুরু উদানার করা ওভারে প্রয়োজন ছিলো ১২ রান। কিন্তু স্ট্রাইকে মোস্তাফিজ থাকায় লক্ষ্য তাড়া করতে কিছুটা মুশকিলে পড়ে সাকিব ও তার দল।

প্রথম বলে কোনো রান নিতে পারেননি মোস্তাফিজ। পরের বলেই ফেরেন রান আউট হয়ে। তৃতীয় বলে মাহমুদউল্লাহ স্ট্রাইকে এলে স্বস্তি ফেরে। এসেই হাঁকান চার। পরের বলে নেন দুই রান। জয়ের জন্য শেষ দুই বলে দরকার ছিলো ৬ রান। পঞ্চম বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে যান রোববারের ফাইনালে। টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

১৮ মার্চের ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।